আমি কোন কবি নই,

তবুও কবিতা লিখি।

মনের সব কথা লিখে প্রকাশ করি।

লেখাগুলো কবিতার মত হলেও,

আমি কোন কবি নই।

ভালবাসার কথা লিখি,

অপ্রাপ্তির কথা লিখি,

সপ্নভঙ্গের কথা লিখি,

এইসব লেখা কবিতার মত হলেও,

আমি কোন কবি নই।

অনেক ভালবাসা, অনেক অপ্রাপ্তি

আমাকে কবি বানিয়েছে।

আমি কিন্তু কোন কবি নয়।

স্বপ্নভঙ্গ আমাকে কবি বানিয়েছে।

কবির ভার বহিবার সক্ষমতা নেই।

আমি তো প্রেমিক হয়ে থাকে চাই,

আমি কিন্তু কোন কবি নই।


Tags: Poem

Post a Comment

0 Comments

Skip to main content