কেন যে ধরা দিলে এই সন্ধ্যায়, 

ওগো মায়া । 

জড়ালে কেন আমায় মায়ার বাঁধনে? 

সামনে যে রয়েছে গাড় অন্ধকার। 

কেমনে পাড়ি দিব বিনিদ্র রজনী,

তোমারই সাথে।  

আমি জেনেছি, আমি জেনেছি

উঠিবে না আর কোন প্রভাকর 

হবে না আর কোন ভোর। 

চাঁদের ও দেখা মেলা ভার

তাই শুধু  অন্ধকার, অন্ধকার 

মিলেছে প্রণয় আজ অমাবস্যায় । 

যাকে ছোঁয়া যাবে না, যাকে ধরা যাবে না। 

যাবে না দেখা আর কখনোও, 

আপন করে পাওয়া হবে না,

বলা হবে না আর না বলা কথা। 

রেখে দিব পরম যত্নে যা দিয়েছো আমায়,

আমার দেবার আর নেই কিছু ।

তবে শুনিবে রোজ তুমি পবনের কাছ থেকে,

আমার থেকে যা শুনতে চাও। 



Tags: Poem

Post a Comment

0 Comments

Skip to main content