তোমাকে নিয়ে লিখছি প্রথম কবিতা,
আমার কবিতা তোমার প্রথম দর্শন নিয়ে,
আমার কবিতা তোমাকে ভালবাসা নিয়ে,
আমার কবিতা মূর্ছে যাওয়া ইচ্ছে নিয়ে,
আমার কবিতা মূর্ছে যাওয়া সপ্ন নিয়ে,
আমার কবিতা তোমাকে আজন্ম ভালবাসা নিয়ে।
আমি তোমাকে আজন্ম ভালবাসতে চাই,
লিখতে চাই তোমায় নিয়ে হাজারো কবিতা,
আকাশে বাতাসে আমার কবিতা পাঠ মিলিয়ে যাবে,
তুমি কি শুনবে আমার কবিতা বাতাসের কাছ থেকে?
0 Comments