যদি আমি ঈগল হতাম,
ভালবাসতে ভুলে যেতাম।
যদি আমি ঈগল হতাম,
সব দুঃখ জলাঞ্জলি দিতাম।
যদি আমি ঈগল হতাম,
দূর থেকে চেয়ে দেখতাম,
আবার পরক্ষণে ভুলে যেতাম।
যদি আমি ঈগল হতাম,
একাকীত্ব মেনে নিতাম,
আকাশ হতো আমার ঠিকানা।
যদি আমি ঈগল হতাম,
ভালবাসতে ভুলে যেতাম।
যদি আমি ঈগল হতাম,
সব দুঃখ জলাঞ্জলি দিতাম।
যদি আমি ঈগল হতাম,
দূর থেকে চেয়ে দেখতাম,
আবার পরক্ষণে ভুলে যেতাম।
যদি আমি ঈগল হতাম,
একাকীত্ব মেনে নিতাম,
আকাশ হতো আমার ঠিকানা।
0 Comments