যদি একটা বসন্তের কথা দাও

বারটা গ্রীষ্ম, বারটা বর্ষা, বারটা শরৎ

অপেক্ষা করতে পারি,

যদি একটা বসন্তের কথা দাও।

বারটা হেমন্ত, বারটা শীত

অপেক্ষা করতে পারি,

যদি একটা বসন্তের কথা দাও।

বারটা গ্রীষ্মের তাপে পুড়ে ভস্ম হতে পারি,

যদি একটা বসন্তের কথা দাও।

বারটা বর্ষায় ভিজে একাকার হতে পারি,

যদি একটা বসন্তের কথা দাও।

বারটা শীতের কাপুনিতে নিস্তেজ হতে পারি,

যদি একটা বসন্তের কথা দাও।

সেটাও যদি না পারো, 

তবুও একটা বসন্তের মিথ্যে আশ্বাস দাও। 

Tags: Poem

Md. Forhad Reza

I am Md. Forhad Reza from Bogura and student of Sociology at a public university of Bangladesh. I just find myself happy with the simple things.

Post a Comment

0 Comments

Skip to main content