স্বাধীনতা তুমি শোষকের হাতিয়ার,
যোদ্ধার পিঠে ছুরি ।
জালিমের কথায় হাজির তুমি,
মজলুমের বোবা কান্নায় ছুটি।
তাই আকাশে বাতাসে ধ্বনি বহে আজ
তুমিই স্বাধীন কি?
তোমার জন্য যারা অপেক্ষমান দশক দশক ধরে,
তাদের অনুক্ত কথা শুনিবে কবে,
তুমি বধির হলে?
মজলুমের ঘরে জন্ম নেওয়া শিশুর কান্নায় আজ
তুমি তাচ্ছিল্যে হও।
যেথায় বলে তোমায়, তুমিই স্বাধীন হও।
ছেলে হারা মায়ের অশ্রু কথা বলে
তুমি যে পরাধীন জানত কি শহীদ ছেলে?
রক্তে যাহার রাজপথ রক্তিম,
তাহার কথা ভেবেও হলে,
এবার না হয় স্বাধীন হলে।
তা না হলে উচ্চস্বরে বলবে লোকে,
স্বাধীনতা তুমি কবে স্বাধীন হবে?
0 Comments