সোনার তরী ভাইসা গেছে
অসম বন্যার জলে
দেখিলো সবাই চাহিয়া চাহিয়া
বলিলো না কোন কথা লোকে।

আবার যদি আসে ফিরে
আসুক এবার দেখবে লোকে
আটকে রাখিবো মন পিঞ্জিরে
মায়ার বাঁধন দিয়ে।

আদর সোহাগ সবই দিব
ভালবেসে সিক্ত করব
অভিযোগে হেসে দিব
রাগ করিলে ক্ষমা নিব।

সব আয়োজন হয় যদি বৃথা
দুঃখ আমার থাকবে না
চেষ্টায় আমার কমতি ছিলনা
সাক্ষী দিবে মাটি।

Tags: Poem

Post a Comment

0 Comments

Skip to main content